ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় মনিরুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মনিরুল চাঁপাইনবাবগঞ্জ সদরের পাঠানপাড়া মহল্লার নিয়ামত আলীর ছেলে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীরর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বাংলানিউজকে জানান, গোদাগাড়ীর সিঅ্যান্ডবি এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মনিরুলের মৃত্যু হয়।

পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭ 
এসএস/এসআরএস/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।