ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ব্যবসায়ীর ওপর হামলার দায়ে গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
মৌলভীবাজারে ব্যবসায়ীর ওপর হামলার দায়ে গ্রেফতার ২

মৌলভীবাজার: মৌলভীবাজারে ব্যবসায়ী মুহিবুর রহমানের ওপর হামলায় মামলার প্রধান আসামি কুখ্যাত ছোট আলী ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) ভোরে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার নজের টিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আলী হায়দার খাঁন জহির (২৮) ওরফে ছোট আলী ও সহযোগী খোকন আহমদ (৩০)।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন ভুইয়া বাংলানিউজকে জানান, ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নজের টিলা গ্রামের বাউল শিল্পী সুনা মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

গত ৮ নভেম্বর বুধবার রাতে শহরের চৌমোহনা সংলগ্ন নাইনন্টি নাইন-এর দোকান বন্ধ করে বের হওয়ার সময় আলীর নেতৃত্বে সন্ত্রাসী হামলার স্বীকার হন ব্যবসায়ী মুহিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।