ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পোপের আগমন উপলক্ষে স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
পোপের আগমন উপলক্ষে স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি জাতীয় স্মৃতিসৌধের গেটে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও পোপ ফ্রান্সিসের ছবি টানানো হয়েছে। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন পোপ ফ্রান্সিস। তার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।

এরই মধ্যে ধোয়া-মোছা থেকে শুরু করে সেখানে আবার রঙ করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

 

কর্তৃপক্ষ বলছে, ধর্মীয় গুরু পোপের আগমন উপলক্ষে ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্মৃতিসৌধের মূল ফটকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের ছবি টানানো হয়েছে।

সাভার গণর্পূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪ টায় ঢাকা থেকে সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছাবেন পোপ ফ্রান্সিস।

এখানে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এ সময় শহীদদের স্মরণে তিনি এক মিনিট নীরবতাও পালন করবেন।  

জানা গেছে, ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনারও দেওয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইয়ে সই করবেন। স্মৃতিসৌধ এলাকায় একটি নাগেশ্বর চাপা গাছের চারা রোপনেরও কথা রয়েছে তার।

এদিকে পোপের আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।  

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান জানান, পোপ ফ্রান্সিসের সফর উপলক্ষে জাতীয় স্মতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।