ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ঝিনাইদহে পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে যুবকের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে নাজমুস সাবিক নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা এ দণ্ড দেন। নাজমুস সাকিব সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় ওই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শামীম রেজা নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে নাজমুস সাকিব পরীক্ষা দিচ্ছিলেন। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এসময় ঝিনাইদহ সদর থানার উপ পরিদর্শক (এসআই) কবীর ও উপ পরিদর্শক (এসআই) প্রবীর সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।