ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুর শহরে ওষুধের দোকানে ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
মাদারীপুর শহরে ওষুধের দোকানে ধর্মঘট মাদারীপুর শহরে ওষুধের দোকানে ধর্মঘট

মাদারীপুর: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি ওষুধের দোকানে জরিমানা করার পর সকল ওষুধের দোকান বন্ধ রেখে ধর্মঘটের ডাক দিয়েছে মাদারীপুর শহরে অবস্থিত ওষুধের দোকানগুলো।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘটে বন্ধ রয়েছে শহরের প্রায় দুই হাজার দোকান। এরআগে শহরের নিরাময় ক্লিনিকের সামনের কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ও ফারিহা তানজিম।

অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দিবা ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা, সবুজ ড্রাগ হাউসকে পাঁচ হাজার টাকা, মুন ড্রাগ হাউসকে দুই হাজার টাকা, হাসান ড্রাগ হাউসকে তিন হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসিকে দুই হাজার টাকা এবং মোল্লা ড্রাগ হাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে হওয়ার পরেই বাংলাদেশ কেমেস্টিয়ান সমিতির মাদারীপুর শাখা সকল দোকান বন্ধ করে ধর্মঘটের ডাক দেয়।

বাংলাদেশ কেমেস্টিয়ান সমিতির মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান বাংলানিউজকে জানান, মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ কোম্পানিতে ফেরত দেবার আগেই এক মাসের মধ্যে তিনবার অভিযান পরিচালনা করে ওষুধের দোকানে জরিমানা করা হচ্ছে। ফলে আমরা নির্ধারিত সময়ের মধ্যেও মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোম্পানিকে ফেরত দেবার সুযোগ পাচ্ছি না। অথচ তার আগেই জরিমানার টাকা গুনতে হচ্ছে। এসব মেয়াদ উর্ত্তীণ ওষুধ তো আর আমরা বিক্রি করছি না। নির্ধারিত সময় শেষে কোম্পানিতে আবার ফেরত যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।