ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার স্টেশন ও ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও স্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে উদ্ধারকারী একটি দল কাজ করছে।

আশা করছি, দুপুরের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।