ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সন্ত্রাসী রঞ্জুকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
বগুড়ায় সন্ত্রাসী রঞ্জুকে কুপিয়ে হত্যা নিহত রঞ্জুর লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুুলিশ

বগুড়া: বগুড়ার রঞ্জু হোসেন (৪০) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালের দিকে খবর পেয়ে পুলিশ শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ভোর রাতে তাকে অন্য কোথাও হত্যা করে লাশ ওই ধানক্ষেতে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রঞ্জু হোসেন শহরের জহুরুল নগর এলাকার আব্দুস সামাদের ছেলে বলে জানা গেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন হত্যার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্ব শক্রতার জের ধরে রঞ্জুকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত রঞ্জু সন্ত্রাসী শফিক গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ছিলো। তার বিরুদ্ধে ঠান্ডু হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।