ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লালবাগে জেএমবি'র সদস্য গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
 লালবাগে জেএমবি'র সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর লালবাগ এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

গ্রেফতারকৃত আসামি হলেন- মুফতি মওলানা মো. তাওহীদুল ইসলাম (২৭)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে জঙ্গিবাদি বেশকিছু লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পপরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি জেএমবি'র সারোযার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মনগোপন ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসজে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।