ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ৫ কিশোরীকে ডিসি’র সাইকেল উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
ঝালকাঠিতে ৫ কিশোরীকে ডিসি’র সাইকেল উপহার সাইকেল উপহার পাওয়া ৫ কিশোরী শিক্ষার্থী

ঝালকাঠি: জেলা ব্রান্ডিংসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ঝালকাঠিতে ৫ কিশোরীকে সাইকেল উপহার দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জেলা ব্রান্ডিং গার্ল ক্ষ্যাত কিশোরীদের হাতে এ সাইকেল তুলে দেওয়া হয়।

কলেজে ও স্কুল পড়ুয়া ৫ কিশোরী শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিয়ে প্রতিরোধে নাসরিন আক্তার সারা, আইসিটি শাখায় ফ্রিল্যান্সার হিসেবে সালমা আক্তার, জেলা ব্র্যান্ডিংয়ে মৌ দাস, নৃত্য-গান ও খেলাধুলায় আল রাউন্ডার হিসেবে লাম আলিফ এবং ফুটবল খোলোয়ার হিসবে মাহাফুজা আক্তার এ সাইকেল উপহার পায়।

এদের মধ্যে নাসরিন আক্তার সারা এ পর্যন্ত ৬টি বাল্যবিয়ে বন্ধে সহায়তা করেছে।  

বাইসাইকেল দেওয়া উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে তার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক মানিকহার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইদুজ্জামানসহ সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।