ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা ফকিরা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
রৌমারীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা ফকিরা আটক পুলিশের হাতে আটক ফকিরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইয়াবাসহ মাদক বিক্রেতা ফকিরা ওরফে জাহের আলী ফকিরাকে (৪০) আটক করেছে পুলিশ।

ফকিরা রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে আটককৃত মাদক বিক্রেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে একইদিন ভোরে খাটিয়ামারী গ্রামে অভিযান চালিয়ে ১শ' ৫৪ পিস ইয়াবাসহ ফকিরাকে আটক করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, উপজেলার মাদক বিক্রেতা ফকিরাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে থেকে রৌমারী উপজেলায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।