ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
কুমিল্লায় অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি ফসলি জমি থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ১১ নং পেরুল দক্ষিণ ইউপির পেরুল গ্রামের মাস্টার ছফি উল্যাহর ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে ফসলি জমিতে আনিসুর রহমান নামে এক শ্রমিক কাজ করতে এসে মরদেহ দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন ভুশ্চি পুলিশ ফাঁড়িতে খবর দেন।

 

খবর পেয়ে ভুশ্চি ফাঁড়ির উপ-পরিদর্শক কামাল ও উপ-পরিদর্শক কোমল বাবু সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করেন। অজ্ঞাত ওই নারীর মরদেহটি এক থেকে দেড় মাস আগের বলে ধারণা করছে পুলিশ ও পত্যক্ষদর্শীরা।

সদর দক্ষিণের ভুশ্চি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আদিল মাহমুদ জানান, মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।