ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সেবা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
ময়মনসিংহে সেবা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা বক্তব্য রাখছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’, সেবা দেওয়ার পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া।

সভায় ময়মনসিংহ বিভাগের সব জেলার পুলিশ সুপার (এসপি), প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা থেকে আসা একজন বিশেষজ্ঞ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ও সেবা দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।