ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে শোভাযাত্রা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে শোভাযাত্রা  শোভাযাত্রা প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’ স্লোগানে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সুইড বাংলাদেশ ফুলবাড়ীয়া শাখার উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়।  

শোভাযাত্রাটি অটিস্টিক বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু সাঈদসহ শিক্ষক ও ন্যাশনাল সার্ভিস কর্মীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।