ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শ্রীমঙ্গল প্রেসক্লাবে জেলা তথ্য কর্মকর্তা, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে কর্মরত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলার তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ১০টি বিশেষ- একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ওপর সাংবাদিকদের অবহিত ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন জেলার তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন।

সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, সিনিয়র সদস্য সরফরাজ আলী বাবুল, বিশ্বজ্যোতি চৌধুরী, কাওসার ইকবাল, মামুন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।