ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

‌পিরোজপুর: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় তৌহিদুর রহমান (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

রোববার (০৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর-খুলনা মহাসড়কে এ দুঘটনা ঘটে।

আহতরা হলেন- খায়রুল (২৫), নারগিস (৪০), জাবেদ (৭) ও রুবাইয়া (৫)।

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বাংলানিউজকে জানান, রাতে একটি মাইক্রোবাস কুয়াকাটা থেকে খুলনায় যাচ্ছিলো। পথে পিরোজপুর-খুলনা সড়কের বলেশ্বর ব্রিজের প‌শ্চিম পাড়ে এলে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাস‌টি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী তৌহিদুরের মৃত্যু হয়। এসময় চালকসহ আরো চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।