ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চূড়ান্ত পরীক্ষা বর্জনের হুমকি ম্যাটস শিক্ষার্থীদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
চূড়ান্ত পরীক্ষা বর্জনের হুমকি ম্যাটস শিক্ষার্থীদের ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন-ছবি-কাশেম হারুন

ঢাকা: আসন্ন চূড়ান্ত পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু ডিপ্লোমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে সোমবার (৪ ডিসেম্বর) সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ হুমকি দেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মুরাদ হোসেন লেমন বলেন, উচ্চ শিক্ষাসহসহ চার দফা দাবি আদায়ের লক্ষে সারাদেশে ম্যাটস শিক্ষার্থীরা আন্দোলন করছে। গত ২৬ এপ্রিল থেকে দফায় দফায় সভা, সেমিনার, মানববন্ধন, মিছিল, বিক্ষোভ কর্মসূচিসহ স্মারকলিপি দেওয়া হয়েছে।

সর্বশেষ ১৮ মে সারাদেশের শিক্ষার্থীরা ঢাকা অভিমুখে লংমার্চ করেছে। পরে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ও আশ্বাসের পর আন্দোলন স্থগিত করা হয়।
 
তিনি আরও বলেন, দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দেওয়া হলেও দাবি পূরণের প্রক্রিয়া ধীর গতিতে চলছে। আমরা লক্ষ করছি, ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির অন্যতম দাবি ‘ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠনের দাবির ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় কয়েক দফা চূড়ান্ত সভা করলেও নাম নিয়ে জটিলতার অজুহাতে সময় ক্ষেপণ করছে। এতে আমাদের উচ্চ শিক্ষার সম্ভাবনা ঝুলন্ত অবস্থায় রয়েছে।  
 
মুরাদ বলেন, আগামী ৫ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে বোর্ডের নাম চূড়ান্তকরণ সভায় নাম নির্ধারণ নিয়ে জটিলতা সৃষ্টি করে সময় ক্ষেপণ করা হলে আসন্ন ম্যাটস চূড়ান্ত পরীক্ষা আমরা বর্জন করতে বাধ্য হবো।
 
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন-বঙ্গবন্ধু ডিপ্লোমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ডা. খন্দকার ইমদাদুল হক সেলিম, সহ-সভাপতি মো. খোদানেওয়াজ অভি, সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক তালুকদার, স্বপন এনাম, রাকিব হোসেন, আরিফ হোসেন প্রমুখ।

বাংলঅদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এমএইচ/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।