ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
দিনাজপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক র‌্যাবের হাতে আটক দুই মাদক ব্যবসায়ী। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৩৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৩) সদস্যরা। 

সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার সহবতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার সহবতপুর এলাকার মো. নজিবুর রহমানের ছেলে মো. আমিনুল ইসলাম (৪২) ও  একই এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩৭ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। দুপুরে তাদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।