ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডামুড্যায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ডামুড্যায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় তুহিন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে শরীয়তপুর-ডামুড্যা সড়কের তিলই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তুহিন উপজেলার তিলই গ্রামের তাজুল ইসলাম ছৈয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, তুহিন খেলতে খেলতে বাড়ির পাশের সড়কে চলে যায়। এ সময় একটি ইজিবাইক তুহিনকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয় জনতা ইজিবাইক চালক মনোয়ার হাওলাদারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হওয়ায় পুলিশ ইজিবাইক চালাক মনোয়ারকে ছেড়ে দেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুব রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হওয়ায় এবং নিহতের পরিবার মামলা করতে না চাওয়ায় চালককে ছেড়ে দেয়া হয়েছে।    

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।