ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
আশুলিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

আশুলিয়া (সাভার): আশুলিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাজ্জাত হোসেন আকাশ নামে এক যুবককে প্রধান আসামি করে মামলা হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) ওই কলেজছাত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। আকাশ আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার সাখাওয়াৎ হোসেন খানের ছেলে ও আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খানের ভাতিজা।

ওই কলেজছাত্রী জানায়, শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেলে তাকে ধর্ষণের চেষ্টা করেন আকাশ। এসময় তিনি বাধা দিলে আকাশ তাকে কাঠের টুকরা দিয়ে মারধর করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বাংলানিউজকে জানান, আকাশের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আকাশকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।