ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় কমরেড জসিম উদ্দিন মণ্ডলের স্মরণে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
কুষ্টিয়ায় কমরেড জসিম উদ্দিন মণ্ডলের স্মরণে সভা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের স্মরণ সভায় বক্তব্য রাখছেন এক বক্তা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে উপজেলায় আমলা বাজারে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে জসিম মণ্ডলের ভাই মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য কমরেড রফিকুজ্জামান নায়েক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবি’র কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কমরেড ওয়াকিল মুজাহিদ, সাবেক সভাপতি কমরেড রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড ম. হেলাল, কলেজ শিক্ষক সমিতির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রেজাউল হক চৌধুরী, জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ।

এসময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কমিউনিস্ট পার্টি এবং স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।