ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর জগন্নাথপুরে দোকানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
রাজধানীর জগন্নাথপুরে দোকানে আগুন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মোবাইল অ্যাক্সেসরিজ। ছবি: কাশেম হারুন/ বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ভাটারা থানার জগন্নাথপুর এলাকায় মোবাইল ফোন অ্যাক্সেসরিজের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই দোকানের লোকজন। 

সোমবার (০৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকার ‘মোবাইল মিউজিয়াম’ নামে একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দোকানে থাকা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলসহ অ্যাক্সেসরিজ পুড়ে গেছে।  

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।