ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে একজনকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
নাটোরে একজনকে কুপিয়ে জখম

নাটোর: পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন মন্ডলকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হালসা বাজারে এ ঘটনা ঘটে। নিরঞ্জন মন্ডল ওই এলাকার ঝড়ু মন্ডলের ছেলে।

 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বাংলানিউজকে জানান, রাতে হালসা বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নিরঞ্জন।  

এ সময় নয়ন নামে এক যুবকসহ কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।  

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান।  
ওসি জানান, নয়ন নাটোরের লালপুর উপজেলার চাঁদপুর গ্রামের নিরেন বাদ্যকরের ছেলে। নয়ন হালসা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে থাকেন তিনি। তার সঙ্গে টাকা নিয়ে নিরঞ্জনের বিরোধ ছিলো। ওই বিরোধের জেরে তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

তিনি বলেন, এই ঘটনায় থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  তবে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।