ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিবাহিত কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ‌নি‌য়ে মত‌বি‌নিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বিবাহিত কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ‌নি‌য়ে মত‌বি‌নিময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: বিবাহিত কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পারিবারিক সহিংসতা বিষয়ে কু‌ড়িগ্রা‌মে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার (০৪ ডি‌সেম্বর) বি‌কে‌লে কু‌ড়িগ্রাম জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের ইমেজ প্লাস প্রকল্পের উদ্যোগে এ মত‌বি‌নিময় সভার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে  প্রধান অতিথি ছি‌লেন কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

 

এ সময় অন্যদের মধ্যে কুড়িগ্রামের সি‌ভিল সার্জন ডা. আ‌মিনুল ইসলাম, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, অ‌তি‌রিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাদল চন্দ্র হালদার, পরিবার  পরিবার পরিকল্পনা অ‌ধিদফতরের উপ-প‌রিচালক ডা. নজরুল ইসলাম, টিডিএইচ নেদারল্যান্ডসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল করিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, জেলা প্রেসক্লাবের সভাপতি মো‌মিনুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক শ্যামল ভৌ‌মিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, ডি‌সেম্বর ০৫, ২০১৭
এফইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।