ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজদিখানে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
সিরাজদিখানে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে গেছে

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া গ্রামের মানুষের চলাচলের একমাত্র মাধ্যমটি বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজে উঠতে গেলে সেটি ভেঙে খালে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে  গিয়ে পুলিশ ট্রাকটি উদ্ধারের কাজে সহায়তা করছে বলে জানান তিনি।

উপ-বিভাগীয় প্রকৌশলী (কেরানীগঞ্জ) এস বি মো. সৈয়দ আলম বাংলানিউজকে জানান, উপজেলার সব বেইলি ব্রিজের সংস্কার কাজ করা হচ্ছে। কনক্রিটের তৈরি ব্রিজ নির্মাণে বিকল্প বেইলি ব্রিজটি দিয়ে হালকা যানবাহন চলাচলের কথা থাকলেও অতিরিক্ত মাল নিয়ে যাতায়াত করায় বিকল্প যোগাযোগ ব্যবস্থাটিও ভেঙে পড়ে।

তিনি আরোও জানান, এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল হালকা যানবাহন চলাচল করার জন্য। কিন্তু ধারণ ক্ষমতার অধিক মাল লোড করে পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে যায়। খুব শিগগিরই ট্রাকটি উদ্ধার করে বেইলি ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে।

এছাড়া সিরাজদিখান শহর এবং টংগীবাড়ির সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।