ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রানীনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
রানীনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত  প্রধান শিক্ষক স্বপ্না রানী সাহা।

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলার চকমনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির নির্দেশে রাজশাহী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. আবুল খায়েরের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজনুর রহমান স্বপ্না রানী সাহা বাংলানিউজকে বলেন, সোমবার (০৪ ডিসেম্বর) সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাঠানো এক চিঠির মাধ্যমে জানতে পারি প্রধান শিক্ষক স্বপ্না রাণী সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকালে সেই চিঠি স্বপ্না রাণী সাহার হাতে হস্তান্তর করা হয়েছে এবং ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জেকের আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।  

স্বপ্না রানী সাহার বিরুদ্ধে মিথ্যা ঠিকানা ব্যবহার করে প্রায় সাত বছর যাবৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরি করা, এই স্কুলে যোগদানের পর বিদ্যালয়ের সংরক্ষিত পুরাতন সরকারি বই-খাতা বিক্রিসহ নানা অভিযোগ এনে স্থানীয় অভিভাবকরা ০৯ আগস্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এই অভিযোগের ভিত্তিতে একাধিকবার বিভাগীয় তদন্ত করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।