ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
মধুপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন মধুপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে কেন্দ্র করে ‘তথ্যই শক্তি, জানবো জানাবো-দুর্নীতি রুখবো’ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের মধুপুর অডিটরিয়াম চত্ত্বরে দুই দিনব্যাপী এ তথ্যমেলা উদ্বোধন হয়। মধুপুর উপজেলা প্রশাসন ও টিআইবি’র সচেতন নাগরিক কমিটি- সনাক’র যৌথ আয়োজনে এ তথ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

এসময় উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চন্নু, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. হাসান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।