ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বৃহস্পতিবার অর্ধদিবস সড়ক-নৌপথ অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
রাঙামাটিতে বৃহস্পতিবার অর্ধদিবস সড়ক-নৌপথ অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটিতে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে  ‘নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি’ নামে একটি সংগঠন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, সংগঠনটির সদস্য সচিব সেন্টু চাকমা।

সংগঠনটির মুখপাত্র সেন্টু বলেন, আমাদের সংগঠনের নেতা  ও নানিয়ারচর উপজেলা সদরের সাবেক ইউপি সদস্য অনাদি রঞ্জন চাকমা মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই উপজেলায় তার গ্রামের বাড়ি তৈচাকমা দজর পাড়া এলাকায় (১৮ মাইল) সকালের নাস্তা করছিলেন।

এসময় ওই উপজেলায় পাহাড়ের আরেকটি আঞ্চলিক সংগঠন ‘নব্য মুখোশ বাহিনী’র ৬-৭ জন সদস্য তার বাসায় গিয়ে গুলি করে তাকে হত্যা করে।

এসময় তার সঙ্গে থাকা সংগঠনটির অন্য এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও তার কোনো খোঁজ মিলছে না বলে জানান তিনি।

নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির এ নেতা আরো জানান, অনাদি চলতি বছরের ১৫ নভেম্বর থেকে নব্য মুখোশ বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

এদিকে এ ঘটনার পর থেকে ওই উপজেলায় যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই উপজেলায় সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।

উল্লেখ্য, সম্প্রতি সংবাদ সম্মেলন করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ভেঙে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক সংগঠনের জন্ম হয়। এর কিছুদিনের মধ্যে আবারো ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) থেকে আরেকটি গ্রুপ বের হয়ে গিয়ে ‘নব্য মুখোশ বাহিনী’ নামে আরেকটি সংগঠন করে। আর নব্য মুখোশ বাহিনীর প্রভাব থেকে বাঁচতে ‘নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি’ নামে আরেকটি সংগঠনের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।