ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে হেরোইন-ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
নাটোরে হেরোইন-ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক মাদক বিক্রেতা আটক

নাটোর: নাটোরে ৩০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ ইউসুফ আলী (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দস্তানাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। ইউসুফ উপজেলার কোরিয়াপাড়া এলাকার এনতাজ আলীর ছেলে।


 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আলমগীর পাশা বাংলানিউজকে জানান, ইউসুফ একজন মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায়  দস্তানাবাদ এলাকা থেকে ৩০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।