ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘বিদেশি আধিপত্যে সংকটে দেশি চ্যানেল’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
‘বিদেশি আধিপত্যে সংকটে দেশি চ্যানেল’ ফোরামের সিলেট মহানগর কমিটি গঠনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট: বিদেশি চ্যানেলগুলোর আধিপত্যের কারণে দেশি চ্যানেলগুলো আজ সংকটের মুখে পড়েছে। এতে দেশীয় সংস্কৃতি পরিচয় হারাচ্ছে। দেশের বিজ্ঞাপনের বাজারও ধীরে ধীরে চলে যাচ্ছে বিদেশিদের দখলে।

এ অভিযোগ তুলে দেশীয় চ্যানেলগুলোকে প্রাইম ব্যান্ডে চালাতে হাইকোর্টের আদেশ অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জিন্দাবাজারের একটি হোটেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

ফোরামের সিলেট মহানগর কমিটি গঠনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীরের সভাপতিত্বে ও একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদের পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ, সোয়েব বাসিত, আহবাব মোস্তফা খান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী, সাংবাদিক খালেদুর রহমান, সংস্কৃতিকর্মী নিলুফার সুলতানা চৌধুরী লিপি, সাংবাদিক মাসুদ আহমদ রনি, শরিফ চৌধুরী, ব্যাংকার এমজেকে শাহজাহান, অ্যাডভোকেট আতিকুর রহমান, এম এম শরীফুল আলম তুহিন, মো. ওবায়দুল্লাহ, আব্দুল আলিম জাহেদ, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সভায় সালেহ আহমদ খসরুকে সভাপতি ও মান্না চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি জাকারিয়া আহমদ পাপলু ও ফারুক আহমদ, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, সাংগঠনিক সম্পাদক আহবাব মোস্তফা খান, অর্থ সম্পাদক এম  জে কে শাহজাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিশ্বপ্রিয় চক্রবর্তী, আইন সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক নিলুফার সুলতানা চৌধুরী লিপি, নির্বাহী সদস্য শরীফ চৌধুরী, ইর্শাদ আলী, মো. ওবায়দুল্লাহ ও আব্দুল আলিম জাহেদ।
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এনইউ/এসএস/এএটি/এএসআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।