ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি পুকুর রক্ষার দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
সরকারি পুকুর রক্ষার দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন লকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের

ঝালকাঠি: ঝালকাঠি শহরের দু’টি সরকারি পুকুর রক্ষার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ঝালকাঠি নাগরিক ফোরাম।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের সহ-সভাপতি এসএম শাহজাহান বলেন, ঝালকাঠি শহরের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এবং শহরের কাপুড়িয়াপট্টিতে দীর্ঘ দিনের পুরনো দু’টি সরকারি পুকুর চারপাশ থেকে দখল হয়ে যাচ্ছে।

প্রভাবশালীরা ময়লা আবর্জনা ফেলে পুকুরের অধিকাংশ জায়গা দখল করছেন। অনেকে পুকুরের পাশ ঘেঁসে নির্মাণ করেছেন স্থাপনা। এতে পরিবেশের মারাত্মক বিপর্যয় হচ্ছে। ময়লা আবর্জনায় ভরাট হওয়ার ফলে পুকুরের পানি এখন আর ব্যবহার করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

এ সময় সংগঠনের পক্ষ থেকে সরকারি পুকুর দু’টি দখলদারদের হাত থেকে রক্ষার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নাগরিক ফোরামের সহসভাপতি এস এম এ রহমান কাজল ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭ 
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।