ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় হাসপাতালের বাথরুম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
কুমিল্লায় হাসপাতালের বাথরুম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা নগরীর সিডিপ্যাথ হাসপাতালের বাথরুম থেকে আবদুস সালাম (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর সিডিপ্যাথ হাসপাতালের দ্বিতীয় তলার বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালাম কুমিল্লা সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের মিরপুর এলাকার বাসিন্দা।

স্বজনরা জানায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসকের সঙ্গে সাক্ষাত করবে বলে সালাম বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার সকালে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ তার মোবাইল ট্রেকিং করে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে সালামের শেষ অবস্থান ছিল বলে নিশ্চিত হয়।

পরে হাসপাতালের দ্বিতীয় তলার একটি বাথরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।