ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে বিড়ি শ্রমিকদের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
পটুয়াখালীতে বিড়ি শ্রমিকদের সমাবেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের মানববন্ধন

পটুয়াখালী: বিড়ির ওপর বৈষম্যমূলক রাজস্ব কর বৃদ্ধি করার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিড়ি শ্রমিকরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বুধবার (০৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজিত হয়।

পটুয়াখালী জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি লক্ষণ দেবনাথের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম কে বাংগালী।

সমাবেশে তিনি বলেন, সরকার বিড়ি কোম্পানির ওপরে যে পরিমাণ আয়কর ও শুল্ক ধার্য করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক।

এর ফলে বিড়ি কোম্পানিগুলো দিনে দিনে বিপর্যস্ত হয়ে পড়ছে, লাখো বিড়ি শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।

পটুয়াখালী পাঞ্জা বিড়ির শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক তুনাব হারিক হোসেন, সাগঠনিক সম্পাদক লোকমান হাকিম, কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম ইসলাম, কনক দেবনাখ, বরিশাল কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রণব চন্দ্র দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে অতিরিক্ত ট্যাক্স আরোপ এবং ট্যাক্স অগ্রসর নীতির কারণে সিগারেটের সঙ্গে প্রতিযোগিতায় বিড়ি বাজারজাত করতে হিমশিম খেতে হচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছেন।

মানববন্ধনের পাশাপাশি পটুয়াখালী শহরের রোড শো করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। এর আগে গত সোমবার সন্ধ্যায় রোড শো করে শরীয়তপুর থেকে বরিশালে এসে পৌঁছান বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা। মঙ্গলবার বরিশালের কর্মসূচি শেষে বুধবার সকালে বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশে যাত্রা করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭ 
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।