ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু 

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এ বন্দি ইয়াছের আলী সুমন (৪২) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে তিনি মারা যান। ইয়াছের আলী চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার বাসিন্দা ছিলেন।

 

কাশিমপুর কারাগার-১ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে ইয়াছের আলী বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে চিকিৎসক ইয়াছেরকে মৃত ঘোষণা করেন।  

ইয়াছের চকবাজার থানার মাদক মামলায় গত ১ এপ্রিল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭     
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।