ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনা থেকে ৮০০ কেজি জাটকা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
মেঘনা থেকে ৮০০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এমভি তাসরিন নামে একটি লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গজারিয়া কোস্টগার্ডের ওয়ারেন্ট কর্মকর্তা ইয়াহিয়া বাংলানিউজকে জানান, সকালে বরিশাল থেকে ছেড়ে আসা সদরঘাটগামী এমভি তাসরিন লঞ্চটিতে তল্লাশি চালানো হয়। এসময় প্রায় ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে স্থানীয় মৎস্য কর্মকর্তারা জব্দকৃত জাটকাগুলো এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।