ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এখনই বিলুপ্ত হচ্ছে না কাউন্টার টেরোরিজম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
এখনই বিলুপ্ত হচ্ছে না কাউন্টার টেরোরিজম পুলিশ বার্ষিক শ্যুটিং ও আইজি কাপ- ২০১৭ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিচ্ছেন আইজিপি

ঢাকা: পুলিশে এন্টি টেরোরিজম নামে নতুন ইউনিট ঘোষণার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থাকবে কি না এ নিয়ে চলছে গুঞ্জন। তবে সিটিটিসি ইউনিট এখনই বিলুপ্ত হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পুলিশ বার্ষিক শ্যুটিং ও আইজি কাপ- ২০১৭ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আইজিপি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ডিএমপিতে সিটিটিসি ইউনিট খোলা হয়। এখন এন্টি টেরোরিজম নামে ন্যাশনাল ওয়াইড কাজ করবে পুলিশের একটি এমন বিশেষ উইং চালুর ঘোষণা হয়েছে। এটি উদ্বোধনের পর দেশব্যপী কাজ শুরু করবে।

সিটিটিসি এখনই বিলুপ্ত হচ্ছে না। তবে, এন্টি টেরোরিজম কাজ শুরু করার পর বিষয়টি ভেবে দেখব- বলেন আইজিপি।

এর আগে শ্যুটিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি। আইজি কাপে এবার বিজয়ী হয় পুলিশের বিশেষ শাখা (এসবি) ও রানার্স আপ হয় র‌্যাপডি অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বাংলাদেস সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।