ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার দড়িকান্দি এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাক চালক সাদ্দাম (৩৭) ও হেলপার মো. ইকবাল হোসেন (২০)।

তাদের বাড়ি চুয়াডাঙ্গায় বলে জানা গেছে। আহতরা হলেন- শামীমা আক্তার জুঁই (২৫), কাউসার হাবিব (৪৫), বিল্লাল মিয়া, আলামিন সরদার (৩১) ও নাসির উদ্দিন (৫৪)।

ভৈরব হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বাংলানিউজকে জানান, সকালে যাতায়াত পরিবহনের একটি বাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। বাসটি দড়িকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার নিহত হন। এসময় গুরুতর আহত হন বাসের পাঁচ যাত্রী।

আহতদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।