ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের পৃথক এলাকা থেকে ২ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
নারায়ণগঞ্জের পৃথক এলাকা থেকে ২ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার পৃথক দু’টি স্থান থেকে এক ব্যক্তি ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার নিজ বাসা থেকে হিরা মনির (২৩) এবং সকালে পূর্ব ধর্মগঞ্জ এলাকার ভাড়া বাসা থেকে আব্দুল আজিজের (৩২) মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত আজিজ ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার মজিবুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া ও হিরা ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার মৃত রায়হান মল্লিকের মেয়ে এবং   নারায়ণগঞ্জ মহিলা কলেজের বিবিএ’র ছাত্রী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, নিহতদের দু’জনের পরিবারের দাবি তারা পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দু’টি ঘটনার তদন্ত চলছে বলেও জানান ওসি কামাল।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।