ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৭
কমলগঞ্জে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি নিহত

মৌলভীবাজার: জেলার কমলগঞ্জ উপজেলায় গাছ কাটতে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলায় সুরুজ আলী (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আদমপুর বিট অফিসের কাছে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী আদমপুর এলাকার লাল মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, সুরুজ মিয়ার বাগান থেকে দুর্বৃত্তরা গাছ কেটে নিচ্ছিল এমন খবর পেয়ে তিনি বাধা দিতে যান। এসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।