ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সভা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সভা

নওগাঁ: নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের অয়োজনে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ নওগাঁ জেলা কমিটির সভাপতি মো. আব্দুস সালাম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রসাশক মাহাবুবুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আর্থিক লেনদেনকেই দুর্নীতি বলা যাবে না। অর্পিত দায়িত্বে গাফিলতি ও সেবা গ্রহীতাদের হয়রানি করাও অনেক বড় দুর্নীতি। এসময় সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দুর্নীতি মুক্ত থাকার আহবান জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।