ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪শ’ পিস ইয়াবাসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪শ’ পিস ইয়াবাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও সদর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৪শ’ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজমুল আরেফিন পরাগ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের মৃত আলী আজমের ছেলে তোফায়েল আহম্মেদ (৫১), সদর উপজেলার দুবলা গ্রামের ফায়েজ মিয়ার ছেলে মো. ইসরাইল মিয়া (৪২) ও সুলতারপুর গ্রামের কান্তি চন্দ্র দেবের ছেলে লিটন চন্দ্র দেব (২৬)।

কোম্পানি কমান্ডার নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আখাউড়া ও সদর উপজেলার পৃথক স্থান থেকে ২৪শ’ পিস ইয়াবাসহ ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।