ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘এদেশের কাউকে জঙ্গি হতে দেয়া যাবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
‘এদেশের কাউকে জঙ্গি হতে দেয়া যাবে না’ মাদারীপুর শহরের ট্রাক স্ট্যান্ডে একটি জামে মসজিদের নতুন ভবন উদ্বোধন করেন নৌমন্ত্রী। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘এদেশের কাউকে জঙ্গি হতে দেয়া যাবে না। কেউ যাতে আইএস বা জঙ্গিবাদে না জড়ায় সেদিকে সরকারের কঠোর দৃষ্টি রয়েছে।’

শনিবার (০৯ ডিসেম্বর) সকালে মাদারীপুর শহরের ট্রাক স্ট্যান্ডে একটি জামে মসজিদের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘আপনার সন্তান কার সঙ্গে মেশে, কোথায় যায়, কি করে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

এদেশের সন্তানদের আইএস বা জঙ্গি হতে দেয়া যাবে না। বিভিন্ন দেশে আইএস তাদের সদস্য তৈরি করছে। তাদের উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতা ও অর্থ। ’

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, প্রকৌশলী আব্দুস কুদ্দুস, ইমাম মাওলানা মো. শাজাহান মিয়া, শ্রমিক নেতা ফারুক মাতুব্বর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।