ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
শরীয়তপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শরীয়তপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শরীয়তপুর: শরীয়তপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য।

শংকর চন্দ্র বৈদ্য বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসন ও জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।