ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সম্প্রীতি বজায় রাখতে রাঙামাটি ডিসি’র আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
সম্প্রীতি বজায় রাখতে রাঙামাটি ডিসি’র আহ্বান  জেলা প্রশাসকের ফেসবুকে দেওয়া পোস্ট

রাঙামাটি: নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

শনিবার (০৯ ডিসেম্বর) ফেসবুক পেজের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

ডিসি তার ফেসবুক পেজে লিখেছেন, ঐতিহ্যগত ভাবে রাঙামাটিতে বিভিন্ন, ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ব্যক্তি, সংগঠন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দিচ্ছেন। এ ধরনের পোস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে জানান তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এ ধরনের পোস্ট দেয়া থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।