ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ১০ জয়িতাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
কিশোরগঞ্জে ১০ জয়িতাকে সম্মাননা

কিশোরগঞ্জ: বেগম রোকেয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জে ১০ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। 

দিনটি উপলক্ষে শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মামুন অর রশিদ, মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা ফেন্সি বেগম, প্রাক্তন শিক্ষিকা খালেদা ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নারী নেত্রী বিলকিস বেগম প্রমুখ।

সভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জেলা পর্যায়ে মালতি রাণী দেবী, কামরুন্নাহার, কানিজ ফাতেমা, শিরিনা আক্তার ও প্রতিমা কর ঝুনুকে সম্মাননা জানানো হয়।  

এছাড়া একই অনুষ্ঠানে সদর উপজেলার নাহার, কামরুন্নাহার, আয়শা খানম, স্মৃতি আক্তার ও প্রতিমা কর ঝুনুকেও সম্মাননা জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।