ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ওএমএস’র ১৭৬ বস্তা চাল জব্দ, চালক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
রাজশাহীতে ওএমএস’র ১৭৬ বস্তা চাল জব্দ, চালক আটক জব্দকৃত ওএমএস চাল

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১৭৬ বস্তা খোলাবাজারে বিক্রির চাল (ওএমএস) জব্দ করেছে বোয়ালিয়া থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মহানগরীর শালবাগান এলাকায় অভিযান চালিয়ে এ চাল জব্দ করে পুলিশ।

আটক ট্রাক চালক ফিরোজ হোসেনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
 
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, রোববার দুপুর সাড়ে ১২টর দিকে ওই চালগুলো আটক করে পুলিশ। চালগুলো রাজশাহী সদর খাদ্য গুদাম থেকে বের করে মহানগরীর বহরমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় চালগুলো জব্দ করে পুলিশ। সঙ্গে ট্রাক চালক ফিরোজকেও আটক করা হয়।

ওসি আরও জানান, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল আছে। সরকারি খাদ্য গুদাম থেকে চালগুলো বের করে বিক্রি করার উদ্দেশ্যে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। এর সঙ্গে জড়িত ডিলারকেও আটকের চেষ্টা চলছে।

পরে বিস্তারিত জানানো হবে বলেও বলেন বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।