ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে হেলমেট না পরায় ১২ মোটরসাইকেল আরোহীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
ঝিনাইদহে হেলমেট না পরায় ১২ মোটরসাইকেল আরোহীর জরিমানা ঝিনাইদহে হেলমেট না পরায় ১২ মোটরসাইকেল আরোহীর জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহে হেলমেট না পরায় ১২ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুপুরে শহরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হেলমেট ব্যবহার না করার অপরাধে বেশ কয়েকটি মোটরসাইকেলসহ আরোহীদের আটক করা হয়। পরে ১২ জনকে জরিমানা করা হয় এবং বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় জব্দ করা হয় ছয়টি হেলমেট।  

এমন অভিযান চলবে বলে জানিয়েছেন আদালতের বিচারক সোহেল সুলতান জুলকার নাইন কবির।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।