ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ট্রান্সপোর্ট মালিক সমিতির সহযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
বেনাপোলে ট্রান্সপোর্ট মালিক সমিতির সহযোগিতা তুলে দেওয়া হচ্ছে সহযোগিতার চেক

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরে ট্রান্সপোর্ট মালিক সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও তাদের পরিবারের সদস্যদের মাঝে অর্থনৈতিক সহযোগিতার চেক দেওয়া হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সমিতির নিজস্ব অফিসে দোয়া ও চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

দোয়া অনুষ্ঠানে স‌মি‌তির পক্ষ থেকে প্রয়াত ৪ জন প্রত্যেক পরিবারকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।

প্রয়াত ট্রান্সপোর্ট মালিকরা হলেন, মরহুম আলী রেজা রাজু (এমপি), মরহুম আজিজ আহম্মেদ আলী, মরহুম তবিবর রহমান ও  মরহুম বাচ্চু মিয়া।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক স‌মিতির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আজিম উদ্দীন (গাজী), সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান সনি, নিবার্চন কমিশনার শহিদুল্লাহ মাস্টার, সদস্য মাখন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এজেডএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।