ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস চাপায় স্কুল ছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
বগুড়ায় বাস চাপায় স্কুল ছাত্রী নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় হাওয়া খাতুন নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী উপজেলার মহিপুর নতুনপাড়ার নুরুল ইসলামের মেয়ে ও স্থানীয় প্রাইড ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) আতোয়ার বাংলানিউজকে জানান, স্কুলে আসার পথে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৩৪১) মহাসড়কের ওই স্থানে পৌঁছালে স্কুল ছাত্রী হাওয়া খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলেও জানান এসআই আতোয়ার।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।