ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা প্রিন্সিপালের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা প্রিন্সিপালের মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীর ধনীয় এলাকায় হাফেজ মো. শফিকুল ইসলাম (২৭) নামে এক মাদ্রাসার প্রিন্সিপালের মৃত্যু হয়েছে।

হাফেজ শফিকুল ইসলাম কদমতলী থানাধীন ধনীয় ক্লাব সংলগ্ন আল-কারিম বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল ও শরীয়াতপুরের পালং উপজেলার আব্দুস সালামের ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ওই মাদ্রাসায় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের ছোট ভাই হাবিবুর রহমান জানান, মাদ্রাসায় শিক্ষাদানের সময় হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এডেজএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।