ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তিন জেলায় নতুন ডিসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
তিন জেলায় নতুন ডিসি

ঢাকা: তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১১ ডিসসম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে- পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব আবু আহমেদ সিদ্দিকী।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. জসিম উদ্দিনকে পাবনা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।